রামনবমীতেই হবে ‘রামায়ণ’-এর শুভসূচনা!
Updated : 4 Mar, 2024 7:32 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
মুম্বই: কবে শুরু হবে নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) পরিচালিত ‘রামায়ণ’ (Ramayan) ছবির শুটিং? সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি জানা গেল, রামনবমীতেই রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘রামায়ণ’-এর শুভসূচনা হবে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল রামনবমীর শুভক্ষণে ছবির নাম, কাস্টিং এবং যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা হবে। ঘনিষ্ঠ সূত্র খবর, ২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে রণবীর অভিনীত এই ছবি।
Tags: