মিস ডিভা ইউনিভার্স ২০২৩ -এর খেতাব জিতলেন শ্বেতা শারদা
মুম্বই: মিস ডিভা ইউনিভার্স ২০২৩ (Miss Diva universe 2023)-এর খেতাব জিতলেন চণ্ডীগড়ের শ্বেতা সারদা (Shweta Sharda)। রবিবার ২৭ অগাস্ট মুম্বইতে (Mumbai)এই বিউটি পেজেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানেই শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়। ২০২২ সালের মিস ডিভা ইউনিভার্স দিভিতা রাই শ্বেতাকে নিজের হাতে ক্রাউন পরিয়ে দেন। জানা যাচ্ছে, আগামী ৭২ তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা। এছাড়াও মিস ডিভা সুপার ন্যাশনাল ২০২৩-এর খেতাব জেতেন সোনাল কুকরেজা এবং মিস ডিভা ২০২৩-এর রানার্স আপ টাইটেল জিতে নেন কর্নাটকের তৃষা শেট্টি।
মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর খেতাব জয়ী শ্বেতা সারদার বয়স মাত্র ২২। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে তিনি তাঁর মায়ের সঙ্গে মুম্বই চলে আসেন। শ্বেতাকে বড় করে তোলার পিছনে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য। কারণ, তাঁর মা একজন সিঙ্গল মাদার। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি। মডেলিংয়ের পাশাপাশি তিনি অসাধারণ ডান্সও করেন তিনি। ঝলক দিখলাজা শোয়ের একজন কোরিওগ্রাফার ছিলেন শ্বেতা।
এদিনের এই অনুষ্ঠানে শ্বেতা ডিজাইনার নিকিতা মাইসালকারের ডিজাইন করা গ্লিমারি থাই-স্লিট গাউন। শ্বেতা তাঁর নাচ বা গ্ল্যামার ওয়ার্ল্ডের দুনিয়ার বাইরেও শিক্ষা প্রচার, মেয়েদের জন্য সমান সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানো এসব নিয়েও কাজ করেন। তাঁর মতে প্রতিটা মেয়ের শিক্ষা পাওয়ার, নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার অধিকার আছে। একই সঙ্গে নিজেকে কী করে প্রোটেক্ট করতে হয় সেটাও তাঁর জানা উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাঁর জীবনের সব থেকে গর্বিত মুহূর্তগুলোর অন্যতম হল তিনি বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন, তাঁদের সঙ্গে কাজ করেছেন। এঁদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, সলমন খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়। এমনকি মাধুরী দীক্ষিতও আছেন এই তালিকায়। তবে তিনি সব থেকে বেশি অনুপ্রেরণা পান কিন্তু সুস্মিতা সেনের থেকেই।