স্যাম বাহাদুর কত পেল?
Updated : 2 Dec, 2023 8:36 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: অ্যানিম্যালের টক্করে স্যাম বাহাদুর। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দুটি মেগা বাজেটের সিনেমার টক্কর বক্স অফিসে। এবার ভিকি কৌশলের স্যাম বাহাদুরের রিভিউ জানাব আপনাদের। রিভিউর প্রথমেই বলতে হয়, ভিকির অভিনয় দারুন প্রশংসিত হচ্ছে। ভারতীয় সেনার সবচেয়ে দক্ষ সেনা অফিসার স্যাম মানেক শ। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর বলা সংলাপও দারুন জনপ্রিয় হয়েছে। কলকাতা টিভি ৫ এর মধ্যে ৪.৬ দিয়েছে।
Tags: