ঘুরে আসুন সিকিমের এই নয়া পর্যটন কেন্দ্রে
Updated : 8 May, 2024 8:32 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
সিকিম: শহুরের কোলাহল থেকে মুক্তি পেতে শান্ত, নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে ভাবছেন কোথায় যাবেন? আপনার জন্য সুখবর! সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল উত্তর সিকিমের (Sikkim) মঙ্গন জেলার সাংলাফু চো লেক (Sanglaphu Lake)। স্থানীয়দের কাছে ‘গ্রেট লেক’ নামে পরিচিত এই পর্যটন কেন্দ্র। সম্প্রতি ধর্মীয় রীতি মেনে আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করলেন স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা।
এই লেক উদ্বোধনের আগে লাচুং-এর সামতেন চোলিং বৌদ্ধ গুম্ফার সন্ন্যাসীরা এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল স্থানীয় মানুষ থেকে হোটেল ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং গাড়িচালকেরাও।
Tags: