Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

শুভেন্দু অধিকারী সহ ছয় বিধায়ক বিধানসভা থেকে সাসপেন্ড

Updated : 12 Feb, 2024 7:16 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ সোমবারও উত্তপ্ত রাজ্য বিধানসভা (Assembly)। সন্দেশখালি নিয়ে ফের সরগরম বিধানসভা। শনিবার পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) সহ ছয়জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিরোধীদলের যাঁদেরকে সাসপেন্ড করা হল তাঁরা হলেন শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মন্ডল, বঙ্কিম ঘোষ।

এদিন বাজেট অধিবেশনে বিধানসভার ওয়েলে নেবে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। বিধানসভার সমস্ত বিধায়করা সন্দেশখালি সঙ্গে আছি টি-শার্ট পড়ে বিধানসভার অধিবেশন কক্ষে আসেন। তাঁরা হুইসেল দেন। তাতে আপত্তি করলে তা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ওয়েলে বসে স্লোগান দেন। সন্দেশখালি ধর্ষণ ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান। সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনা নাকচ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে শামিল বিজেপি বিধায়কবৃন্দ। এরপর তাঁরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন।