Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Netaji Birth Anniversary: নেতাজি সম্পর্কে ৬ গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনি বিস্মিত হবেন

Updated : 23 Jan, 2023 9:00 PM
AE: Samrat Saha
VO: Hrisikesh Banerjee
Edit: Arpan Ghosh

কলকাতা: নেতাজির (Netaji Subhas Chandra Bose) ১২৬তম জন্মদিনে আন্দামানের ২১ দ্বীপের নামকরণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। আর তারপরই কলকাতার রেড রোডে (Red Road) নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখান থেকে কেন্দ্রকে মনে করিয়ে দেন, নতুন করে এসব নামকরণের অর্থ নেই। তবে এত কিছুর পরেও নেতাজি সম্পর্কে জানার আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। তাই আজ নেতাজির জন্মদিনে তাঁর সম্পর্কে একনজের ৬টি তথ্য জেনে নেওয়া যাক –

১) সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল ২৩ জানুয়ারি ১৮৯৭ সালে বেলা ১২ টা বেজে ১০ মিনিটে। ওড়িশার কটকে বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর ১৪ সন্তানের মধ্যে নবম ছিলেন সুভাষ। জানকীনাথ বসু একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন। সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। এরপর বারো বছর বয়সে তিনি কটকের র‌্যাভেনশা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন।

২) সালটা ১৯১৮, সে সময় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে সামান্য দূরত্বে গড়ে উঠেছিল একটি তেলেভাজার দোকান। দোকানী লক্ষ্মীনারায়ণ সাউ কলকাতার মানুষের সাধ্য মেটাতে তাদের সামর্থ্য অনুযায়ীই তেলেভাজা বানাতেন তখন। পিঁয়াজী, আলু বড়া, ফুলুরি আর বেগুনির পসরা সাজিয়ে দোকানে বসতেন তিনি। এই দোকানেই যেতেন নেতাজি। পরবর্তীকালে যা বিপ্লবীদের গোপন ডেরা হয়ে উঠেছিল। 

পুরো খবর শুনুন পডকা‘য়