
‘হৃদয়ের কথা’ বিশেষ বার্তা সোহিনীর
সোহিনী সরকার (Sohini Sarkar) ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। সোহিনী সরকার (Sohini Sarkar) প্রায়শই নানা ছবি পোস্ট করেন তাঁর ভক্তদের জন্য। এবার অভিনেত্রীর পোস্টে ফুটে উঠল মনের কথা। নায়িকা ভরা বসন্ত শান্তিনিকেতনে (Santiniketan) সময় কাটাছেনতা পোস্টে বোঝা যাচ্ছে। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন শোভন ও সোহিনী। শোভন ও সোহিনী একে অপরকে জড়িয়ে দুজনই নতুন জীবন শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি সোহিনীর ফ্যাশন সেন্স সকলকে মুগ্ধ করে। শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। সোহিনী সরকারের স্টাইলিং ও সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মন আকর্ষণ করে। আর বসন্তে অভিনেত্রীর মনপ্রান জুড়ে লেগেছে প্রেমের উষ্ণ ছোঁয়া।
সোহিনীর বিশেষ পোস্টে ফুটে উঠল মনের কথা। নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে আলো আধাঁরির মধ্যে চেয়ারে হেলান দিয়ে শূন্যে তাকিয়ে রয়েছেন। বুকে জড়িয়ে কবিতার বই। চোখে চশমা, খোলা চুল, জানালা আলো এসে পড়ছে অভিনেত্রীর মুখে। সোহিনীকে দেখে মনে হচ্ছে যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের কোন এক নারী চরিত্র। নায়িকার এই রূপে মুগ্ধ অনুরাগীরা। ব্যাকগ্রাউন্ডে লোনা গেল- আমি হৃদয়ের কথা বলিতে চাই শুধাইল না কেউ… ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হৃদয়ের কথা। ছবি দেখে মনে হচ্ছে অনেক কিছু বলতে চান… অন্য একটি পোস্টে দেখা দিয়েছে, সাদা-কালো ক্যানভাসে একাকী বসে নায়িকা। অন্য মনস্ক হয়ে নিজের চুলে হাত বোলাচ্ছেন। ক্যাপশানে লিখেছেন, আর একজনে বসে বসে রং মাখে!