Most Populated Country: বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ! ভারত কবে চীনকে ছাপিয়ে যাবে?
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের (World’s Most Populated Country) তকমা ভারত (India) সম্ভবত ২০২৩ সালেই ছিনিয়ে নিতে চলেছে চীনের (China) থেকে। রাষ্ট্রসঙ্ঘ (United Nations) গত বছর নভেম্বরেই একটি রিপোর্টে জানিয়েছিল এই কথা। একদিকে চীনের জনসংখ্যা (China’s Population) হুহু করে নামছে, আরেকদিকে ভারতের জনসংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বিশেষজ্ঞরা বলেছিলেন, ২০২৩ সালেই ভারত ও চীনের জনসংখ্যা প্রায় সমান সমান হতে চলেছে এবং বছরের শেষের দিকে গিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাপিয়ে যেতে পারে ভারত। যতদিন যাবে ভারত ও চীনের জনসংখ্যার মধ্যে ব্যবধান কমতে থাকবে এবং এই ট্রেন্ড (Trend) ২০৫০ সাল পর্যন্ত চলতে থাকবে। বিশেষজ্ঞদের অনুমান, ২০৫০ সালে গিয়ে ভারতের জনংসখ্যার পরিমাণ হবে ১.৬৬৮ বিলিয়ন (১৬০ কোটিরও বেশি), আর চীনের জনসংখ্যার অনুমেয় পরিমাণ দাঁড়াবে সেই সময় ১.৩১৭ বিলিয়ন (১৩০ কোটির বেশি)। ২০২২ সালের শেষে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি (৮ বিলিয়ন) ছাড়িয়েছে, ২০৫০ সালে গিয়ে পৃথিবীর জনসংখ্যা (World’s Population) দাঁড়াবে ৯৭০ কোটিতে (৯.৭ বিলিয়ন)।
কারণ শুনুন পডকা-তে