Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

বিশ্বকাপে নিজের ১৫ জনের দল ঘোষণা সৌরভের

Updated : 26 Aug, 2023 10:20 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: আসন্ন বিশ্বকাপের নিজের ফেভারিট ভারতীয় দলকে বেছে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যে ১৫ জনকে ভারতীয় দলে দেখতে চান, তাঁদের নাম জানিয়ে দিলেন তিনি। ইতিমধ্যে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখান থেকে তিন জনকে বাদ দিয়েছেন দাদা। সৌরভের মতে, বাকিরা বিশ্বকাপে খেলার জন্য যোগ্য। তিন জন স্ট্যান্ডবাই ক্রিকেটারকেও রেখেছেন তিনি। ১৫ জনের কেউ চোট পেলে তাঁদের কাউকে দলে নেওয়া যেতে পারে।

সৌরভের ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

তিনি আরও জানান, কোনও ব্যাটার চোট পেলে তাঁর জায়গায় তিলককে আনা যাবে। তেমনই কোনও পেস বোলার চোট পেলে দলে ঢুকবেন প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিনারদের কেউ চোট পেলে সুযোগ পাবেন যুজবেন্দ্র চহাল।

এশিয়া কাপের দল বেছে নেওয়া হয় গত সোমবার। নয়াদিল্লিতে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত।