Train Closed | কালো ধোঁয়া মালগাড়ি থেকে, সপ্তাহের প্রথমদিন ৪ ঘণ্টা বন্ধ দক্ষিণ-পূর্ব রেল
নারায়ণগড়: আচমকাই চলন্ত ট্রেনের চাকা থেকে কালো ধোঁয়া। তা দেখে চাঞ্চল্য ছিড়িয়ে পড়ে যাত্রীদের মধ্য়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে রেল চলাচল। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডিআরএম।
সপ্তাহের প্রথম দিনে দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা। সোমবার ওড়িশা থেকে খড়্গপুরের দিকে যাওয়ার একটি কন্টেনার মালগাড়ির চাকা থেকে আচমকাই ধোঁয়া বের হতে থাকে। এর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ স্টেশনে। মাল গাড়িটি বেলদা স্টেশন ছাড়তেই আশপাশের লোকেরা কালো ধোঁয়া লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে বাখরাবাদ স্টেশনে গিয়ে ট্রেন দাঁড় করানো হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনা খতিয়ে দেখতে দক্ষিণ-পূর্ব রেলের ডিআরএমও ঘটনাস্থলে এসে পৌঁছয়।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ট্রেনের চাকার নীচে তুলোর বালিশ জাতীয় কিছু আটকে গিয়েছিল। যার জেরে ধোঁয়া বের হচ্ছিল। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় চার ঘন্টা ধরে বন্ধ থাকে দক্ষিণ-পূর্ব রেলের বালেশ্বর-খড়গপুর শাখায় ট্রেন চলাচল। আটকে পড়ে একাধিক লোকাল সহ দূরপাল্লার ট্রেন। সপ্তাহের কাজের প্রথমদিনে এতোক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।