Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

অস্কারজয়ী ছবির অভিনেতা আত্মঘাতী, পার্কে গাড়িতে উদ্ধার দেহ

Updated : 27 Dec, 2023 7:27 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

সিওল (দক্ষিণ কোরিয়া): অভিনেতা লি সান কুন (Lee Sun-kyun) প্রয়াত। অস্কার জয়ী ছবি (Oscar-winning film) ‘প্যারাসাইট’এ (Parasite) অভিনয়ের জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন তিনি। বুধবার তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে সন্দেহ আত্মহত্যা করেছেন অভিনেতা।

খবরে প্রকাশ, মধ্য সিওলের (Central Seoul) একটি পার্কে গাড়ির ভিতর মৃত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ৪৮ বছর বয়সি লিয়ের বিরুদ্ধে মারিজুয়ানাসহ বিভিন্ন মাদক ব্যবহারের অভিযোগে তদন্ত চলছিল। একদা বিখ্যাত অভিনেতা অভিযুক্ত হওয়ার পর থেকে একের পর এক কাজ হারাতে থাকেন।