মুম্বই ছাড়ছেন বুমরা! জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সম্পর্কে কি ভাঙন ধরল? সেই ২০১৫ সাল থেকে ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। শুধু খেলছেনই না, মুম্বইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার বিচ্ছেদের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। কেন? এক, বুমরার ইঙ্গিতপূর্ণ টুইট এবং দুই, সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্র্যাঞ্চাইজিকেই আনফলো করে দেওয়া।
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরা লেখেন, “মাঝেমধ্যে নীরবতাই সবথেকে ভালো জবাব।” এই স্টোরিতেই শোরগোল পড়ে যায়। অনেকেই মনে করছেন, ডানহাতি পেসারের এই পোস্টের নেপথ্যে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই দলে প্রত্যাবর্তন। এটা মোটামুটি পরিষ্কার, রোহিত শর্মা (Rohit Sharma) পরবর্তী অধ্যায়ের জন্য নেতা হিসেবে তৈরি রাখা হবে হার্দিককে। সেই পদের দাবিদার ছিলেন বুমরাও। নেটিজেনদের বেশিরভাগই মনে করছে, হার্দিককে ফেরানোর সিদ্ধান্ত নিয়েই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট বুমরার।