পারলেন না হরমনপ্রীতরা, এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
পারলেন না হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। ভারতকে আট উইকেটে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে (Women’s Asia Cup) চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচ দেখতে ডাম্বুলার স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন লঙ্কানরা। তাঁদের উচ্ছ্বাসে মাতিয়ে দিলেন চামারি আতাপাত্তু (Chamari Atapattu) এবং হর্ষিতা সমরবিক্রমা (Harshitha Samarwickrama)। তাঁদের দাপটে এই প্রথমবার মেয়েদের ক্রিকেটে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ১৬৫ করেছিল ভারত। ১৬ রানে ফিরে যান শেফালি বর্মা। ৪৭ বলে ৬০ রানের ভালো ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। মিডল অর্ডারে উমা ছেত্রী, অধিনায়ক হরমনপ্রীত ব্যর্থ হন। দলের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছনোর কৃতিত্ব জেমাইমা রডরিগেজ এবং রিচা ঘোষের (Richa Ghosh)। ১৬ বলে ২৯ করেন জেমাইমা এবং ১৪ বলে ৩০ করেন বাংলার রিচা।