বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারে প্রতিবাদ আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের
নয়াদিল্লি: বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindu) সন্ন্যাসীর (Monk) গ্রেফতারে (Arrest) তীব্র প্রতিবাদ জানালেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর (Sri Sri Ravi Shankar)। আজ, মঙ্গলবার বাংলাদেশে গ্রেফতার নহওয়া হিন্দু ধর্মীয় নেতার সমর্থনে তিনি বলেন, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তাঁর প্রতি এটা কী ধরনের বিচার? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রংপুরে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভে অংশ নেওয়ার পর সোমবার ঢাকায় গ্রেফতার করা হয়। আজ একটি ভিডিও বিবৃতিতে শ্রী শ্রী রবিশঙ্কর বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন ধর্মীয় নেতার কর্তব্য। তিনি মানুষের অধিকারের জন্য দাঁড়িয়েছেন।
রবিশঙ্কর আরও বলেন, ওই সন্ন্যাসী বন্দুক ব্যবহার করেননি, কাউকে আঘাত করেননি। তিনি ভীত ও অসহায় মানুষকে সাহস দিয়েছেন। এটা যে কোনও ধর্মীয় নেতার কর্তব্য। তিনি শুধু তাঁর কাজ করছেন। তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, যা তাঁর অধিকার। তাঁকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন করছি।