Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Dev | Srijit Mukherji | শ্যুটিং লোকেশন নিয়ে দেব VS সৃজিত, জল্পনা তুঙ্গে টলিউডে

Updated : 6 Jun, 2023 7:45 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাংলা সিনেমা জগতে ব্যোমকেশের লড়াই জমে উঠেছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ (Byomkesh) এমন একটি চরিত্র, যাকে নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেছেন পরিচালকেরা। এতদিন ধরে গোয়েন্দা গল্প নিয়ে অভিনেতা (Acotor) ও পরিচালকের (Director) মধ্যে টানাটানি চলছিল এবার লোকেশন নিয়েও রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কথা হচ্ছে বিরসা দাশগুপ্তর পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ‘ব্যোমকেশ ও  দুর্গরহস্য’ এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji ) ‘দুর্গরহস্য’ নিয়ে। বহুদিন ধরেই এই দুই প্রজেক্ট নিয়ে রেশারেশি চলছে। এবার লোকেশন নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল।  

দুদিন আগেই দেব (Dev) তাঁর সোশ্যাল মিডিয়ায় ঝাড়খণ্ডে শ্যুটিং করার কথা জানিয়েছিলেন। সেখানেই ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর শ্যুটিং হয়। কিন্তু সৃজিতেরও একই লোকেশন পছন্দ। তাতে যদিও কিছুই সমস্যা নেই। কারণ, একই বিষয় নিয়ে যদি সিনেমা-সিরিজ তৈরি হতে পারে তাহলে একই লোকেশনে শ্যুটিংও হতে পারে। দেব ওই জায়গা থেকে শ্যুটিং করে চলে আসার পরদিনই সৃজিতের দলবল সেখানে গিয়ে হাজির হয়। তবে, পরিচালক সৃজিত ক্রমাগত তাঁর প্রতিপক্ষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁচা দিয়েই চলেছেন। ইন্ডাস্ট্রির নামজাদা পরিচালক নিজের শর্তে কাজ করবেন বলে হ্যাশট্যাগ দিয়ে দেবের ব্যোমকেশের সঙ্গে দিব্য টক্কর চালিয়ে যাচ্ছে। 

যদিও ব্যোমকেশের চরিত্রে দেব অভিনয় করবেন, একথা জানতে পেরেই দর্শক সামান্য মুখ বেঁকিয়েছেন। উত্তম কুমারের পর ব্যোমকেশের চরিত্রে বাঙালির বেশি পছন্দের আবির এবং অনির্বাণ ভট্টাচার্য। সেই তালিকায় দেব যুক্ত হওয়ায় সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে। তাই প্রথম থেকেই ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ বেশ চ্যালেঞ্জের মুখে। দেব অভিনীত ব্যোমকেশে অজিতের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে। সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিনীকে। অগাস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে দেবের ব্যোমকেশের।  অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য ব্যোমকেশে সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার এবং অজিতের ভূমিকায় অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সৃজিতের এই দুর্গরহস্য সিরিজ দেখা যাবে হইচই-তে।