
কবে আসছে কিলবিল সোসাইটি, জানালেন সৃজিত
হেমলক সোসাইটির (Hemlock Society) ১৩ বছর পর আসছে ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society)। ‘কিলবিল’-এর পোস্টারেই স্পষ্ট ‘হেমলক’-এর স্বাদ। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)মানেই সব সময় বড় চমক, বিরাট স্টার কাস্ট। এবার হেমলক সোসাইটি’-এর মতো এইবার মুখ্য ভূমিকা থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কৌশানি মুখোপাধ্যায়। তাছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়তে চলেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়। কলকাতা টিভি অনলাইনের একান্ত সাক্ষাৎকারে জানিয়ে দিলেন কবে আসতে চলেছে।
‘কিলবিল সোসাইটি’র পোস্টারের ক্যাপশনে ‘সাবধান বাণী’ দিয়ে দিয়েছিলেন। ” হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এল…” পোস্টারে দেখা যাচ্ছে, একটি রঙচটা দেওয়ালে হাতে আঁকা কোল্ট রিভলভার। অনেকটা ফেলুদার কোল্ট.৩২-এরই মতো। ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর পর সিক্যুয়েলে চমক দিতে চলেছে সৃজিত। ১৩ বছর পর বাদে কেমন আছে আনন্দ কর এবং তাঁর আশেপাশের মানুষেরা? সেই গল্পই এবার উঠে আসবে কিলবিল সোসাইটির গল্পে।এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। এবার ছবির দিনক্ষণ জানিয়ে দিলেন পরিচালক। নববর্ষে প্রেক্ষাবৃহে মুক্তি পেতে চলেছে কিলবিল সোসাইটি।