যানজট কমাতে জলপথ পরিবহণের উপর জোর রাজ্যের
কলকাতা: সড়কপথে যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার (Government of West Bengal) জলপথ পরিবহণের (River Ferry Service) ওপর জোর দিচ্ছে। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় কলকাতা ও সংলগ্ন শহরতলির বিভিন্ন গঙ্গার ঘাটে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ জেটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য। প্রথম পর্যায়ে গঙ্গার দুই পাড়ে মোট ১৫টি অত্যাধুনিক ভাসমান জেটি তৈরি হবে। হুগলি নদীতে (Hooghly River Ferry Service) অত্যাধুনিক জেটি তৈরির পাশাপাশি বিশ্বব্যাঙ্কের টাকায় মোট ১৩টি ইলেকট্রিক ফেরি কিনতে চলেছে রাজ্য সরকার। তার মধ্যে সাতটি নন এসি এবং বাকিগুলো এসি ডেকযুক্ত। এর ফলে জলপথের প্রতি লোকে বেশি করে আকৃষ্ট হবেন বলে মনে করছেন পরিবহণ দপ্তরের (Transport Department) কর্তারা।
জানা যাচ্ছে, উত্তর ব্যারাকপুরের বাবাজি ফেরিঘাট, বৈদ্যবাটির কানাইদিওয়ার ফেরি ঘাট, ভাটপাড়ার আতপুর ঘাট, চন্দননগরের গোন্দলপাড়া, হাওড়ার বালি ঘাট, উত্তর চব্বিশ পরগনার বরানগর, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়ার সাঁকরাইলের পোদরা, কলকাতার রাজাবাগান ঘাট, হুগলির চুঁচুড়ার চাঁদনি ঘাট, তামলিপাড়া ও হুগলি ঘাট, হালিশহরের জুটমিল ঘাট, এছাড়া মেটিয়াবুরুজ জেটি ঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার পুজালি ঘাটে অত্যাধুনিক ভাসমান জেটি তৈরি হবে।