স্ত্রী টু এবছর গুগুলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতীয় সিনেমা
নয়াদিল্লি: বছর (2024) শেষ হতে চলল। ডিসেম্বরেই মুক্তি পেয়েছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। একবার ফিরে দেখে নেওয়ার পালা। এবছর কোন সিনেমা সবচেয়ে সফল? অন্তত কোন ভারতীয় সিনেমা সবচেয়ে বেশি সার্চ করেছেন নেট নাগরিকরা। তথ্য অনুযায়ী, শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও এর হিন্দি সিনেমা স্ত্রী ২ (Stree 2) এখন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় মুভি (Indian Movie)। যেটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে। এরপরে নাগ অশ্বিনের কল্পকাহিনী মহাকাব্য কল্কি ২৮৯৮ এডি সিনেমা, যেখানে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনয় করেছিলেন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে মালায়ালাম ব্লকবাস্টার মঞ্জুম্মেল বয়েজ, কিরণ রাও-এর সামাজিক কমেডি সিনেমা লাপাতা লেডিস। এছাড়া নেটফ্লিক্সের সিনেমা মহারাজা এবং বিধু বিনোদ চোপড়ার স্লিপার হিট টুয়েলভথ ফেইল। প্রভাসের সালার, তেলেগু-ভাষার সুপারহিরো মুভি হনু-ম্যানও রয়েছে। এছাড়া ফাহাদ ফাসিল অভিনীত মালয়ালম আভেশাম শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
২০২৪ সালে ভারতে সর্বাধিক অনুসন্ধান করা সিরিজ ছিল পিরিয়ড ড্রামা হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার। ভিডিও সিরিজ মির্জাপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমান, আমির, দীপিকা, অক্ষয়দের ছাপিয়ে হিনা খান, নিমরত কৌর এবং পবন কল্যাণ গুগলে বিশ্বব্যাপী সর্বাধিক সার্চ করা অভিনেতা। স্তন ক্যান্সারের বিরুদ্ধে হিনা খানের সাহসী লড়াই এই তালিকায় তাঁকে শীর্ষে নিয়ে এসেছে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতা এবং কেমোথেরাপির জার্নি ভাগ করে নিয়েছিলেন। তেলেগু অভিনেতা-রাজনীতিবিদপবন কল্যাণও অনেক মনোযোগ আকর্ষণ করেছেন। বছরের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি হয়েছেন। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে নিমরত কৌরের ব্যক্তিগত জীবন মনোযোগ আকর্ষণ করেছে।