Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

১০ বছরে মাছ খাওয়ার পরিমাণ বাড়ল দ্বিগুণ, বলছে সমীক্ষা

Updated : 2 Nov, 2023 7:04 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

নয়াদিল্লি: ভারতে বেড়েছে মাছ খাওয়ার পরিমাণ। আর্থিক গবেষণা সংস্থা ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের সমীক্ষায় দেখা গিয়েছে, দশ বছরে দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ দ্বিগুণ বেড়েছে। এখন একজন ব্যক্তি বছরে ১৩ কেজিরও বেশি মাছ খাচ্ছেন বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে। ২০১১-১২ সালে এই পরিমাণ ছিল মাত্র ৭ কেজি। সমীক্ষায় দেখা গিয়েছে, বাজারে নানা রকম মাছ মিললে মাছ খাওয়ারপরিমাণ বেড়ে যায়। পাশাপাশি দাম কমলেও মাছ খাওয়ার পরিমাণও বেড়ে যায়।

মাছ খাওয়ার সঙ্গেই বেড়েছে মাছ কেনার পিছনে খরচও। দশ বছর আগে কোনও পরিবার হাজার টাকার বাজার করলে তার মধ্যে মাত্র ৭৬ টাকা মাছের পিছনে খরচ হত। এখন হাজার টাকার বাজার হলে তার মধ্যে ১৬৮ টাকা মাছের পিছনে খরচ হচ্ছে বলে ওই সমীক্ষায় দেখা গিয়েছে। সে সময় একটি পরিবার মাসে গড়ে ২.৬৬ কেজি মাছ খেত। এখন তা প্রায় ৫ কেজিতে পৌঁছে গিয়েছে।

এনসিএইআর-এর গবেষকরা বলছেন, গত দশ বছরে মাছ খাওয়ার পরিমাণ বাড়লেও আন্তর্জাতিক মাপকাঠির তুলনায় ভারতে মাছ খাওয়ার পরিমাণ এখনও কমই। রাষ্ট্রপুঞ্জের সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অনুমান অনুযায়ী, বিশ্বে বছরে মাথাপিছু ২০.৫ কেজি মাছ খাওয়া হয়। ২০৩১-এ তা ২১.৪ কেজিতে চলে যাবে বলে আশা গবেষকদের।