মেয়ের জন্মদিনের আদুরে ঝলক শেয়ার করলেন শুভশ্রী
Updated : 2 Dec, 2024 6:30 PM
AE: Krishnendu Ghosh
VO: Juhita Ghosh
Edit: Aiyushe Maity
বাংলা ছবির (Bengali Cinema) জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি( (Subhashree Ganguly)। কখনও নজরকাড়া অভিনয়,কখনও পরিবারের সঙ্গে ছবি পোষ্ট করে সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী। এই মুহূর্তে নায়িকার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। শনিবার ছিল তাঁদের একমাত্র মেয়ের প্রথম জন্মদিন। এদিন মেয়ের সঙ্গে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। দেখে নিন ঝলক…।
ইয়ালিনীর জন্মদিনের থিম ছিল গোলাপী। রাজঘরনী, ‘রাজ’কন্যা, ইউভান এমনকি বাবা রাজও গোলাপী পোশাকে সেজে উঠেছিলেন। এদিন বাড়িতে জগন্নাথ পুজোরও আয়োজন করেছিলেন তারকা দম্পতি। হাসিমুখে সকলের ছবি দেখে খুশি ভক্তমহল। শুভশ্রীর কমেন্ট বক্সে জন্মদিনের শুভেচ্ছার ঢল। ছোট ইয়ালিনীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।
Tags: