Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

পরিবারের সঙ্গে খোশমেজাজে শুভশ্রী

Updated : 29 Dec, 2024 3:34 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Mousumi Biswas

কলকাতা: টলিউডের (Tollywood) পাওয়ার কাপল রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পরেছিলেন দুজন। তাঁদের বিয়ে নিয়ে জল্পনা কম হয়নি। তারপর থেকেই শিরোনামে রাজ-শুভশ্রীর জীবন। অভিনেত্রীর প্রতি পদক্ষেপে নজর ভক্তদের। বারবার শিরোনামে উঠে আসে তাঁদের সন্তান ইউভান ও ইয়ালিনীও।

সমুদ্র সৈকতে ছুটির মেজাজে শুভশ্রী। সপরিবারে বেরাতে গিয়েছেন । ডেস্টিনেশন যদিও খোলা করেননি, তবে সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট ইয়ালিনীকে দেখে চোখ কপাল ভক্তদের। হলুদ রঙের বিকিনিতে সেজে উঠেছিল একরত্তি।

অপরদিকে, বিচ ওয়্যার হিসেবে সাদা রঙে রংমিলান্তি টলিউডের পাওয়ার কাপলের। বিচে সাদা রঙের টপ ও ওভার সাইজ শার্ট পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে খাঁকি রঙা শুর্টস। রাজের পরনে ছিল সাদা শার্ট ও কমলা শর্টস। যদিও ইউভানের পরনে ছিল নীল রঙের টিশার্ট। প্ৰিয় অভিনেত্রী একগুচ্ছ আনন্দ মুহূর্তের ছবি দেখে প্রশংসার ঝড়।