Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

আরামবাগে বন্ধ সরকারি বাস, দিনহাটায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি

Updated : 16 Aug, 2024 6:52 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

যত বেলা বেড়েছে জেলায় জেলায় এসইউসি(আই)-এর (SUCI) ডাকা বনধের প্রভাব ততই বেড়েছে। কলকাতার (Kolkata) জনজীবন মোটামুটি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা থেকে আসছে ধর্মঘটের খবর। এমনকী সরকারি গণ পরিবহণ পরিষেবাতেও তার ছাপ পড়েছে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) আরামবাগ ডিপোয় সকাল থেকেই কোনও যাত্রীবাহী বাস গন্তব্যের উদ্দেশে বেরয়নি। নিত্যযাত্রীরা টিকিট কাউন্টারের সামনে এসে ফিরে যাচ্ছেন। আরামবাগ ডিপোর প্রধান দুটি গেটে সকাল থেকেই তালা ঝোলানো আছে। টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, আজ বাস চলবে না। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ডিপো সূত্রে জানা গিয়েছে, আজ আরামবাগ ডিপোর বাসগুলিতে বলাগড় থেকে কলকাতা ধরনা মঞ্চে সমর্থকদের নিয়ে যাওয়া হবে তাই বাস পরিষেবা বন্ধ।