Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

ভারতে Sugar Daddy-র সংখ্যা আকাশছোঁয়া, এশিয়াকে ছাপিয়ে গেল ভারত

Updated : 9 Feb, 2025 4:26 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Aiyushe Maity

 সম্পর্ক মানেই কি শুধুই প্রেম? না, তাতে লেনদেনেরও একটা বড়সড় ভূমিকা থাকে। কিন্তু প্রেমের বাজারে ভারত এবার নয়া নজির গড়ল। সিসিয়া স্ট্যাটস-এর সমীক্ষা বলছে, গোটা এশিয়ার (Asia) মধ্যে ভারতেই সুগার ড্যাডির  (Suger Daddy) সংখ্যা সবচেয়ে বেশি! প্রেমে আবেগ তো থাকেই, তবে যখন প্রেমের খরচও কোনও একপ্রেমিক দায়িত্ব নিয়ে নেয়, তখনই তিনি সুগার ড্যাডি হয়ে ওঠেন। দামি উপহার, বিলাসবহুল জীবনযাপন আর আরামদায়ক রোম্যান্স— সব মিলিয়ে এই সম্পর্ক যেন প্রেমের হাই-ফাই সংস্করণ!

তবে এ কোনও আধুনিক ধারণা নয়, যুগ যুগ ধরেই লেনদেন নির্ভর সম্পর্কের চল রয়েছে। ইতিহাস বলছে, ১৬ শতকে গণিকারা ধনী পৃষ্ঠপোষকদের ‘ড্যাডি’ বলতেন। আর ১৯ শতকে অর্থ ও বিলাসিতাকে বলা হত ‘সুগার’। সেই দুই শব্দ জুড়েই জন্ম নিয়েছে ‘সুগার ড্যাডি’ শব্দবন্ধটি। বিশেষ করে ১৯২০-এর দশকে এটি জনপ্রিয় হতে শুরু করে। ব্রিটিশ সাহিত্যিক গিলবার্ট ফ্র্যাঙ্কাও-এর লেখাতেও এই শব্দের উল্লেখ রয়েছে। কিন্তু সত্যিকারের ব্র্যান্ডিং হয় ১৯৭৫ সালে, যখন ব্রিটিশ রক ব্যান্ড ফ্লিটউড ম্যাক গান বাঁধে ‘সুগার ড্যাডি’ নিয়ে।