Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Kolkata Metro | কালীঘাট মেট্রোয় আত্মহত্যা! দেড় ঘণ্টা পর ফের চালু পরিষেবা

Updated : 25 May, 2023 5:20 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্যা। কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। যার জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রইল মেট্রো পরিষেবা। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের। বৃহস্পতিবার সকালের এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এর ফলে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো আংশিকভাবে চালানো হয়। আবার কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চলে। তবে মাঝে সেই সময় প্রায় দেড় ঘণ্টা ময়দান থেকে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।

মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতা টিভি ডিজিটাল। জানানো হয়েছে, সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পরিষেবা ফের চালু করা হয়েছে। মৃত ব্যক্তি একজন পুরুষ। 

উল্লেখ্য, বৃহস্পতিবার এই ঘটনার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

প্রতিদিন সকাল ১১টা নাগাদ মহানায়ক উত্তম কুমার থেকে সেন্ট্রালে অফিসে যান শিল্পীকা চ্যাটার্জি। কিন্তু মেট্রো স্টেশনে ঢুকতেই তিনি এই খবর পান। ফলে অফিসে কীভাবে সময়ে ঢুকবেন ভেবে পাচ্ছেন না। তিনি বলেন, ‘অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে। অগত্যা এখন বাসে করেই যেতে হবে। খুব সমস্যায় পড়লাম।’