Exclusive | East Bengal | “মেয়েদের সঙ্গেই আছি, এখনও ক্লাবের তরফে কোনও সাড়া পাইনি,” সুজাতা কর
প্রীতি সাহা: একদিকে যখন ইস্টবেঙ্গল মাঠে মঞ্চ মাতাচ্ছেন সলমন খান, অন্যদিকে মহিলা ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন সুজাতা কর। তাঁর এই সিদ্ধান্তে হতবাক লাল-হলুদ সমর্থকরাও। এই কোচের অনুশীলনেই ইস্টবেঙ্গলের মহিলা দল পেয়েছে সাফল্যের স্বাদ। কণ্যাশ্রী কাপ জেতার পাশাপাশি জাতীয় মহিলা ফুটবল লিগেও লো বাজেটের দল নিয়ে জায়গা করে নিয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতিতেও যিনি দলের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, আজ তিনিই কেন সেই দায়িত্ব থেকে সরে আসতে চাইছেন?
প্রসঙ্গত, এর আগেও একবার কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিসেন সুজাতা। তবে সেই বার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মহিলা দলের দায়িত্বে বহাল থাকেন। এরপরই তাঁর অনুশীলনে লাল-হলুদের মহিলা বাহিনী জাতীয় মহিলা ফুটবল লিগে জায়গা করে নেয়। কোচ সুজাতা কর জানিয়েছেন, “আমি ইস্তফা দিয়েছি কারণ আমি অসম্মানিত হয়েছি।“
কলকাতা টিভি অনলাইনকে সুজাতা জানিয়েছেন, “আমি ইস্তফা দিয়েছি, তবে এই নিয়ে ক্লাবের তরফে কোনও সাড়া পাইনি, এখন আমেদাবাদে রয়েছি মেয়েদের সঙ্গে, কলকাতায় ফিরে এই নিয়ে কথা হবে।” সূত্রের খবর, সুজাতার অভিযোগ, তাঁর অনুশীলন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এমনকী তাঁর পরিবারকেও টেনে আনা হয়েছে এই বিষয়। সেই কারণেই তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন ক্লাবে। গুঞ্জন শোনা যাচ্ছে, সিএফএল (CFL)- এর আগে সার্দান সমিতির সঙ্গে যুক্ত হবেন সুজাতা কর। সার্দান সমিতির সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি।
দীর্ঘদিন ধরে সফলতা না আসায় ইতিমধ্যে অস্বস্থি বেড়েছে ক্লাবের অন্দরে। এই নিয়ে লাল-হলুদ দর্শকদের একটা বড় অংশ ক্লাব কর্তাদের উপর ক্ষিপ্ত। এখন দেখার বিষয় সুজাতা করের ইস্তফার জল কতদূর গড়াতে পারে।