Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Narayan Bhandar | লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এবার নারায়ণ ভাণ্ডার! মিলবে ২০০০ টাকা

Updated : 17 May, 2023 3:13 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

হুগলি: কেউ পাবে-কেউ পাবে না, তা হবে না, তা হবে না! এমনটাই হয়তো মনে করছে ক্রমশ ক্ষয়িষ্ণু হওয়া বঙ্গ বিজেপি। রাজ্যের মহিলাদের জন্য ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু করেছে তৃণমূল সরকার। সাধারণ জাতির মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা এবং তফশিল জাতি-উপজাতিদের জন্য মাসে ১০০০ টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য। আর এবার লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘নারায়ণ ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ার খন্যানে যুবমোর্চার সম্মেলনে যোগ দিয়েছিলেন সুকান্ত। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক বিমান ঘোষ, সুরেশ সাউ, দীপাঞ্জন গুহরা। সেখানেই সুকান্ত বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে আমাদের বাড়ির মহিলাদেরকে ভাবছে যে তাঁরা কিনে নিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়ে রেখেছে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি, ৫০০ টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় তাহলে বিজেপি এলে ২০০০ টাকা নারায়ণ ভাণ্ডার চালু হবে।’

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই সেই প্রকল্প শুরু করা হয়। যার প্রতিফলন পড়েছে ভোটবাক্সে। এরপরের ভোটগুলিতে ক্রমশ খারাপ ফল করছে বিজেপি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প নিয়ে বিজেপি তথা অন্যান্য বিরোধী দল নানা বিদ্রুপ করেছে। কিন্তু এবার সেই পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এবার ‘নারায়ণ ভাণ্ডার’ প্রকল্প শুরু করার কথা ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার।