Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

যুগের অবসান, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর

Updated : 16 May, 2024 8:17 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন কলকাতার (Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের (Kuwait) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন তিনি। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন কিংবদন্তি।

সুনীল বলেন, “শেষ ১৯টি বছরের কথা স্মরণ করলে আমার মনে যে অনুভূতি আসে তা কর্তব্য, চাপ এবং অনাবিল আনন্দের এক সুন্দর মিশ্রণ।” তিনি আরও বলেন, “আমি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি, ভালো খেলেছি, খারাপ খেলেছি, এসব আমি কখনও একক ব্যক্তি হিসেবে ভাবিনি। কিন্তু এবার ভেবেছি। শেষ দেড় মাস অদ্ভুত কেটেছে। আমি একক হিসেবে ভেবেছি কারণ আমি অবসরের সিদ্ধান্তের দিকে এগোচ্ছিলাম”