বাবা হলেন সুনীল ছেত্রী
কলকাতা: বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian Captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বুধবার সকাল ১১টা ১১ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন সোনম ছেত্রী। যদিও ছেলের কী নাম রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এশিয়ান গেমসের (Asian Games) আগে ভারতীয় দল কিংস কাপে খেলতে নামবে। এই প্রতিযোগিতায় সুনীল ছেত্রী যে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ। মঙ্গলবার দল ঘোষণা করার সময়ও দেখা গেল সেটাই হল। সুনীলকে বাদ রেখেই দল ঘোষণা করলেন স্তিমাচ। কারণ, সুনীল বাবা হতে চলেছেন। সেই কারণেই তাঁকে কিংস কাপে খেলতে নিয়ে যাওয়া হচ্ছে না।
সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। অসংখ্য রেকর্ড ঝুলিতে। বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সুনীল ছেত্রী। ২০০৫ সাল থেকে জাতীয় দলের অংশ সুনীল। দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন। বর্তমানে যতজন সক্রিয়া ফুটবলার রয়েছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক সুনীল। আগে রয়েছেন রোনাল্ডো ও মেসি।