Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আজ সুনীলের শেষ ম্যাচ, শুভেচ্ছা জানালেন মড্রিচ

Updated : 6 Jun, 2024 7:23 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

এক গৌরবময় আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হচ্ছে আজ। ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবলের মক্কা  কলকাতা শহরে কুয়েতের (Kuwait) বিরুদ্ধে খেলা। সুনীলকে বিদায় জানাতে আজ যুবভারতী ক্রীড়াঙ্গন উপচে পড়বে। বিদায়ী ম্যাচের আগে তাঁকে শুভেচ্ছা জানালেন ক্রোয়েশিয়ার (Croatia) কিংবদন্তি ফুটবলার লুকা মড্রিচ (Luka Modric)।

এক ভিডিও বার্তায় মড্রিচ বলেন, “হাই সুনীল, দেশের হয়ে শেষ ম্যাচের জন্য তোমায় শুভেচ্ছা, তোমার অনবদ্য কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি এই খেলার একজন কিংবদন্তি।” এরপর ভারতের বাকি ফুটবলারদের উদ্দেশে ব্যালন ডো’র জয়ী ফুটবলারের বার্তা, “আশা করি তোমরা সুনীলের শেষ ম্যাচ জিতে স্পেশ্যাল করে তুলবে, অবিস্মরণীয় করে তুলবে। গুড লাক, তোমার অধিনায়কের জন্য জেতো, ক্রোয়েশিয়া থেকে শুভকামনা রইল।”