Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock
Sunil Narin

প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখলেন সুনীল নারিন! কারণ কী? 

Updated : 29 Aug, 2023 6:52 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

নেব্রাস্কা: বল হাতে নানাবিধ কীর্তি করেছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন (Sunil Narine)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সদস্য নারিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ত্রিনবাগো নাইট রাইডার্সের (TKR) হয়ে খেলেন। এই দলেরও মালিকানা আছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। ত্রিনবাগোর হয়ে নারিন যে রেকর্ড করলেন তা কোনও দিন কারও পক্ষে সম্ভব নয়। প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড (Red Card) দেখলেন তিনি। সিপিএলে ঘটল এই ঘটনা। 

ফুটবলে (Football) গোল করার সুযোগ অন্যায়ভাবে আটকালে, বিপজ্জনক ট্যাকল করলে কিংবা খারাপ আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়। নারিন কি অভদ্র আচরণ করেছেন? না, কিছুই করেননি তিনি, তাঁকে লাল কার্ড দেখতে হল দলের মন্থর ওভার রেটের কারণে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল তাঁকে, ২০তম ওভার ১০ জনে ফিল্ডিং করল তাঁর দলকে। 

সিপিএলে এ বছর থেকেই লাল কার্ডের নিয়ম চালু হয়েছে। তার প্রথম শিকার হলেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কায়রন পোলার্ড (Kieron Pollard)। মন্থর ওভার রেটের (Slow Over Rate) কারণে ২০তম ওভারের আগে আম্পায়ার পোলার্ডকে জানান, তিনি একজনকে লাল কার্ড দেখাবেন। সেই একজন কে হবেন তা জানাতে হবে পোলার্ডকে। টিকেআর অধিনায়ক নারিনের কথা বলেন। নারিনের ততক্ষণে কোটার চার ওভার শেষ। সেই চার ওভার ছিল নারিন-সুলভই। মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। 

সিপিএলের অধিকর্তা মাইকেল হল টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা করেছিলেন, ১৮তম ওভারের শুরুতে যদি বোলিং দল সময়ের থেকে পিছনে চললে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে থাকে তবে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। অর্থাৎ, বাউন্ডারিতে থাকবে মাত্র তিনজন ফিল্ডার। আর যদি ২০তম ওভারের আগেও বোলিং দল সময়ের পিছনে থাকে তা হলে এক জন ফিল্ডারকে লাল কার্ড দেখানো হবে। সেই কার্ড প্রথম দেখলেন নারিন।