পুরনো প্রতিশ্রুতি পূরণে আসছে ‘বর্ডার ২’
Updated : 16 Jun, 2024 8:08 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
গত বছর সানি দেওলের সিক্যুয়েল ছবি ‘গদর ২’-এর ব্যাপক সাফল্যের পর, সর্বকালের ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’ নিয়ে আলোচনা চলছে বেশ কয়েকমাস ধরেই। কবে মুক্তি পাবে ‘বর্ডার ২’? সেই তারিখ জানার জন্য অপেক্ষা করছিলেন সিনেপ্রেমীরা। এবার অনুরাগীদের উন্মাদনা বাড়িয়ে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর মুক্তির তারিখ।
সম্প্রতি ‘বর্ডার ২’ (Border 2) আসার খবর জানিয়ে সানি দেওল (Sunny Deol) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “একজন সৈনিক আবারও আসছেন তাঁর ২৭ বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে।” আর এই পোস্ট দেখার পরেই উন্মাদনা বেড়েছে অনুরাগীদের।
Tags: