Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

The Kerala Story | Supreme Court | ‘দ্য কেরালা স্টোরি’র নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি শুক্রবার

Updated : 10 May, 2023 6:10 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

নয়াদিল্লি: বঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ছবির প্রযোজক। আগামী ১২ মে সেই মামলারই শুনানি হবে বলে জানালেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ।

গত ৮ মে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ সিনেমা (রেগুলেশন) অ্যাক্টের আওতায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন নির্মাতারা। সেই সময় বিচারপতি জানিয়েছিলেন যে আগামী ১৫ মে এই মামলার শুনানি হতে পারে। কারণ ওই একই দিনে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি সংক্রান্ত একটি মামলার শুনানির কথা রয়েছে। কিন্তু প্রযোজকের আইনজীবী হরিশ সালভে বিচারপতিদের জানান, নিষেধাজ্ঞার কারণে প্রযোজকদের প্রচুর টাকা লোকসান হচ্ছে। এমনকী, আরও একটি রাজ্য ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। তাই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি প্রয়োজন। 

এরপরই বেঞ্চ জানায় এই মামলাটির শুনানি ১২ মে হবে। পাশাপাশি, আবেদনকারীরা জানান,তামিলনাড়ু সরকারও সদ্য ছবিটি নিষিদ্ধ করেছে।  দক্ষিণের সমস্ত রাজ্যে যাতে সিনেমাটি দেখানো যায়, আদালতের কাছে তারও আবেদন করেন নির্মাতারা।