
কামদুনির মুক্তিপ্রাপ্তদের জন্য বেশ কিছু শর্ত দেশের শীর্ষ আদালতের
Updated : 19 Oct, 2023 5:42 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: কামদুনি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন গৃহীত হল। হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্তদের জন্য বেশ কিছু শর্ত দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে চারজন সাজা ও মুক্ত তারা রাজারহাট থানার বাইরে যেতে পারবেন না। ওই থানা বা বিধাননগর কমিশনারেট এলাকার বাইরে জানিয়ে যেতে হবে। ফিরে এলেও জানাতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
পাশাপাশি সুপ্রিম কোর্টের শর্ত, প্রতি সোম ও শুক্রবার থানায় হাজিরা দিতে হবে। জমা দিতে হবে পাসপোর্ট। বসবাসের ঠিকানা এবং ফোন নম্বরের তথ্য থানায় জমা দিতে হবে। কোনও অবস্থাতেই মৃত মেয়েটির পরিবার বা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করা যাবে না। কামদুনি এলাকায় কোনওরকম অশান্তি করা যাবে না।
Tags: