Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

চিকিৎসকদের সুুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের সুপ্রিম নির্দেশ

Updated : 20 Aug, 2024 5:21 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে (RG Kar Case In Supreme Court) দেশ জুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার শুনানি শুরু হল এই মামলার। এই মামলার শুরুতেই বিচারপতি বলেন, এটা নির্দিষ্ট কোনও ঘটনা নয়। দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নজর দিতে হবে। চিকিৎসকরা নিরাপদে নিজেদের কর্মস্থলে যেতে পারেন সেদিকেও নজর দেওয়ার কথা বলেন প্রধান বিচারপতি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং হাসপাতলে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ প্রধান বিচারপতির। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রথম শুনানি ছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর সংক্রান্ত মামলার লাইভ স্ট্রিমিং আরজিকরের আন্দোলনকারী পড়ুয়ারা দেখাচ্ছেন তাদের অবস্থান মঞ্চ থেকে। আরজি কর মামলার শুনানিতে উপস্থিত কপিল সিবল, অভিষেক মনু সিংভিরা। মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনি জানতে চান যখন হাসপাতালে ভাঙচুর হচ্ছিল তখন পুলিশ কী করছিল। প্রথমে ঠিক ভাবে এফআইআর করা হয়নি। একটা হাসপাতালে সেখানে অপরাধ সংগঠিত হয়েছিল সেখানে এত বড় ঘটনা ঘটে গেল। যেখানে জুনিয়র চিকিৎসকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেখানে বহিরাগতরা কীভাবে ঢুকলো। প্রশ্ন প্রধান বিচারপতির। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?