সমলিঙ্গে বিবাহের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Updated : 17 Oct, 2023 9:02 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: সমলিঙ্গে বিবাহে (Same-Sex Marriage) সায় দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার পাঁচ সদস্যের বেঞ্চে ৩-২ সংখ্যাগরিষ্ঠতায় সমকামী বিবাহ বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। বিষয়টিকে আইনসভার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ।
শীর্ষ আদালতের সেই সাংবিধানিক বেঞ্চে আছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা। ১০ দিনের শুনানির পর গত ১১ মে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।
Tags: