দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
Updated : 13 Mar, 2024 5:06 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে প্রতিবাদী আন্দোলনকারীদের দিল্লি সীমান্ত থেকে সরানোর জন্য জনস্বার্থ মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট। মামলাকারী বিজেপি বিধায়ক নন্দকিশোর গর্গকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে যাওয়ার পরামর্শ।
এই আন্দোলনে ফলে দিল্লির সঙ্গে সংযোগকারী পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের বহু রাস্তা সাধারণ মানুষের অগম্য হয়ে পড়েছে। স্বাভাবিক জনজীবন ছাড়াও মানুষের জরুরী স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র এবং শিক্ষা সংক্রান্ত কাজকর্ম প্রবল ভাবে ব্যাহত হচ্ছে। এই কারণে দিল্লির সীমান্ত থেকে আন্দোলনকারীদের সরানোর দাবি।
Tags: