Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রীয় সরকার দ্বন্দ্ব

Updated : 8 Nov, 2023 6:59 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) কলেজিয়াম (৩ বিচারপতির বিশেষ কমিটি) বিচারপতিদের নাম সুপারিশ করে। যা অনুমোদন করে কেন্দ্রীয় সরকার (Central Government)। কিন্তু সুপারিশের তালিকা থেকে পছন্দমতো কাউকে নেওয়া বা বাদ দেওয়া নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।

এই ‘পিক এন্ড চুজ’ রীতি অবিলম্বে বন্ধ করতে হবে। মন্তব্য, বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের। সরকার সমস্যার সমাধান না করলে কলেজিয়াম নিজেই সিদ্ধান্ত নেবে। সেই রায় মোটেই সুস্বাদু হবে না। এমন মন্তব্যও করেছে বেঞ্চ।

পছন্দমাফিক অনুমোদনের ফলে বিচার ব্যবস্থার কার্যপদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে তরুণ আইনজীবীদের মধ্যে বিচারপতি হওয়ার জন্য আগ্রহ নষ্ট হবে। এমন অভিমতও বেঞ্চ দিয়েছে।

বদলির জন্য সুপারিশকৃত বিচারপতিদের ১৪টি নামে এখনও কেন্দ্র অনুমোদন দেয়নি। কলেজিয়াম তাগাদা দেওয়া সত্ত্বেও। এর ফলেও বিচার ব্যবস্থার ছন্দ নষ্ট হচ্ছে। এক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত দিয়েছে বেঞ্চ।

এই জনস্বার্থ মামলার ২০ নভেম্বর পরবর্তী শুনানি। মামলাকারীর আইনজীবীর দাবি, শুধুমাত্র কেন্দ্রীয় আশ্বাসে ভোলার সময় চলে গিয়েছে। কঠোর পদক্ষেপ প্রয়োজন।