Suresh Raina | ভিনদেশে ভারতীয় খাবারের স্বাদ দিতে রেস্তরাঁ খুললেন সুরেশ রায়না
আমস্টারডাম: সুরেশ রায়নার (Suresh Raina) প্রথম প্রেম অবশ্যই ক্রিকেট। তার বাইরে আর একটি বিষয়ে বারবার নিজেকে জড়িয়েছেন তিনি। সেটা হল খাবার এবং রান্না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘ফুডি’ হিসেবে সুপরিচিত। ভালোবাসেন রান্না করতেও। রান্না করা এবং খাবার নিয়ে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। এবার সেই শখ বড় পরিণতি পেল। আমস্টারডামে (Amsterdam) নিজের রেস্তরাঁ খুলে ফেললেন রায়না। ইউরোপের অন্যতম সেরা শহরে তিনি নিয়ে এসেছেন ভারতীয় খাদ্যের সম্ভার।
টুইট করে তাঁর রেস্তরাঁর ছবি দিয়েছেন রায়না। নিজের পদবি ব্যবহার করে নাম দিয়েছেন ‘রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ’। তিনি লিখেছেন, আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ চালু করতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরে আপনারা আমার খাবারের প্রতি ভালোবাসা এবং রান্নাবান্নার অ্যাডভেঞ্চার দেখেছেন। এবার আমি ভারতের বিভিন্ন অংশের সবথেকে খাঁটি এবং অকৃত্রিম ফ্লেভার ইউরোপের (Europe) হৃৎপিণ্ডে আনার সংকল্প নিয়েছি।
রায়না আরও বলেন, নানা ফ্লেভারের অ্যাডভেঞ্চার এবং এই গ্যাসট্রোনমিক জার্নিতে যোগ দিন। দারুণ দারুণ আপডেট এবং জিভে জল আনা আমাদের সৃষ্টির নতুন নতুন খবরের জন্য যোগাযোগ রাখুন।
ক্রিকেট কেরিয়ার চলাকালীনই জানা গিয়েছিল, অত্যন্ত মজার মানুষ রায়না। সবসময় হাসিঠাট্টা করছেন, গান গাইছেন। টিম ইন্ডিয়ায় সবথেকে ভালো গাইতেন তিনিই। কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সবথেকে ভালো বন্ধু রায়না, এবং সেই বন্ধুত্ব এখনও অটুট। ৩৬ বছরের রায়না ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওডিআই এবং ৭৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে রান করেছেন ৭০০০-এর বেশি। তিন ধরনের ফর্ম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার তিনি।
এছাড়া ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত প্রত্যেক আইপিএলে (IPL) খেলেছেন রায়না। একমাত্র ২০২০ সালে কোভিডের কারণে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। ২০৫টি আইপিএল ম্যাচ খেলে ৫৫০০-র বেশি রান করেছেন যার মধ্যে রয়েছে অপরাজিত শতরান। বেশিরভাগটাই চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলেছেন তিনি, কিছুটা গুজরাত লায়ন্সের হয়ে।