
Suvendu Adhikari | সিভিকদের পুলিশ সাজিয়ে পঞ্চায়েত ভোট করবে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু
কলকাতা: পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারদের উর্দি পরিয়ে পুলিশ কর্মী হিসাবে মোতায়েন করার পরিকল্পনা করছে স্বরাষ্ট্র দফতর, এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার টুইটে শুভেন্দু লেখেন, সিভিক ভলান্টিয়ারদের জেলায় আদান প্রদান করা হবে। তাদের যাতে চিহ্নিত করা না যায় তাই বিশেষ করে স্পর্শকাতর জেলাগুলি জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে এমন করার পরিকল্পনা করছে বলে অভিযোগ শুভেন্দু।
তাঁর আরও দাবি, দ্বিমুখী কৌশল নিয়েছে রাজ্য সরকার। প্রথমত, বুথ পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের ঘাটতি মেটানোর জন্য এই পরিকল্পনা। দ্বিতীয়ত, স্পর্শকাতর জেলাগুলিতে যেখানে তৃণমূল হেরেছে, সেখানে বিরোধীদের আটকানোর জন্য এই পরিকল্পনা। তিনি টুইটে আরও লেখেন, এবার আমরা আমাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছি। আমাদের ডেটাবেসে সিভিক ভলান্টিয়ারদের পরিচয় এবং তাঁদের কোথায় নিযুক্ত করা হয়েছে, তার বিবরণ সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কোনওরকম প্রতারণার চেষ্টা ক-রা হলে মোকাবিলা করা হবে। আমরা প্রমাণ সংগ্রহ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব।
মনোনয়নের দ্বিতীয়দিনে জেলায় জেলায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে। সকাল থেকেই একাধিক এলাকায় মনোনয়ন-সন্ত্রাসের ছবি উঠে আসছে। কোথাও মনোনয়নে বাধা, আবার কোথাও বিরোধীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের সামনেই বিরোধীদের মারধর করা হয়। পরিস্থিতি এতটাই উত্তেজিত যে, বেশকিছু এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা সহ দোষীদের শাস্তির দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী শিবির।