কিডনি রোগীকে রক্ত দিলেন সোনার মেয়ে স্বপ্না
Updated : 26 Dec, 2023 9:02 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
জলপাইগুড়ি: ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল। প্রতিবেশী কিডনির রোগে কুমার বর্মনকে রক্ত দিতে এগিয়ে এলেন এশিয়ার্ডে সোনা জয়ী স্বপ্না বর্মন। রক্ত পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে অসুস্থ কুমার বর্মনের পরিবার।
জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঘোষ পাড়ার বাসিন্দা কুমার বর্মন কিডনি রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে। তাঁর রক্তের প্রয়োজন। তবে ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল চলছে দীর্ঘদিন থেকে। এই পরিস্থিতিতে একটি O পজিটিভ রক্ত পাচ্ছিলেন না তাঁরা। এরপরেই কুমার বর্মনের পরিবার জানতে পারে, তাঁদের প্রতিবেশী এশিয়ার্ডে সোনা জয়ী স্বপ্না বর্মনের O পজিটিভ। এর পরেই মঙ্গলবার সকালে কুমার বর্মনের পরিবারের সদস্যরা স্বপ্নার দ্বারস্থ হয়ে এক বোতল রক্ত দেওয়ার আবেদন করেন।
Tags: