Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

স্বাস্থ্য সাথী নিয়ে এবার আরও কড়াকড়ি রাজ্যের

Updated : 14 Nov, 2024 5:29 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতাঃ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা উন্নতিকরণের জন্য চালু করা হয় স্বাস্থ্য সাথী। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা পেতে গিয়ে মাঝে সাঝেই নাকাল হতে হয় রোগীদের। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ড দেখালে মেলেনা পরিষেবা। তাই এবার রাজ্য সরকার, উভয় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে ঠিক কোন কোন পরিষেবা রোগীরা পাবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানও হয়েছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে নিজেদের হাসপাতালের ডিসপ্লেতে স্পষ্ট উল্লেখ করতে হবে ঠিক কোন কোন পরিষেবা হাস্পাতালের পক্ষ থেকে দেওয়া হয় রোগীদের জন্য যারা স্বাস্থ্য সাথীর আওতায় রয়েছে।

ইতিমধ্যেই, নবান্নের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। উভয় সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে যাতে নাজেহাল না হতে হয় রোগী থেকে শুরু করে রোগীর পরিজনদের সেই কথাকেই মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের উদ্দেশে।

সরকারের অভিযোগ, স্বাস্থ্য সাথীর অধীনে কী কী চিকিৎসা পরিষেবা দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে তা নিয়ে রোগী এবং রোগীর পরিজনদের ভুল বোঝায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষত, বেসরকারি নার্সিংহোমগুলি। যার জেরে স্বাস্থ্য সাথীর বদলে নিজেদের পকেটের টাকা দিয়েই চিকিৎসা করাতে হয় রোগীদের, এমনটাই অভিযোগ। আর এবার তা নিয়ে কড়া নির্দেশ জারি করা হলো নবান্নের পক্ষ থেকে।