Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ |
K:T:V Clock

‘আমি বিবাহিত’, শাঁখা-সিঁদুর পরেছেন কেন! সোজাসাপটা স্বস্তিকা

Updated : 28 Feb, 2025 4:52 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Aiyushe Maity

একেবারে অন্য লুকে ধরা দিলেন স্বস্তিকা মুখ্যোপাধ্যায় (Swastika Mukherjee)। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর– এমনই এক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই শুরু কটাক্ষ। আর সেই কটাক্ষগুলোর সোজাসাপটা উত্তর স্বস্তিকার।

মাত্র ১৮ বছর বয়সে শিল্পী প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় স্বস্তিকার। বিয়ের বছর খানেকের মাথায় মা হন স্বস্তিকা। তবে তারও এক বছর পর সম্পর্কের অবনতি হওয়ায় সংসার ছেড়ে চলে আসেন স্বস্তিকা। এই দীর্ঘ ২৫ বছর নানা সম্পর্কে জড়ালেও আর বিয়ে করেননি স্বস্তিকা। দুনিয়ার চোখে তিনি সিঙ্গল মাদার। স্বামীর থেকে বহু দিন দূরে। এবার এওস্ত্রী সাজে ধরা দিলেন স্বস্তিকা। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর। তাঁর শাঁখা-পলা পরিহিতা পোস্ট দেখে কটাক্ষকারী যখন একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন। স্বস্তিকার সেই পোস্টে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘সবই ঠিক আছে। এই শাঁখা-পলা, মাথায় সিঁদুর কেন? এগুলো তো বিবাহিত মহিলারা পরে। এমনিতে ওঁকে আমার খুব ভালো লাগে। ঠিক তখনই স্বস্তিকা বললেন, “শ্যুটিং বলে একটা কাজ আমি করি। এবং আমি বিবাহিত।’ দীর্ঘ ২৫ বছর ধরে, স্বামী প্রমিত সেনের থেকে আলাদা থাকলেও, ডিভোর্সটা এখনও হয়নি। ফলত আইনত এখনও বিবাহিত।