Sylvester daCunha | প্রয়াত ‘আমুল গার্লে’র স্রষ্টা সিলভেস্টার দাকুনহা
মুম্বই: প্রয়াত ‘আমুল গার্লে’র স্রষ্টা সিলভেস্টার দাকুনহা (Sylvester daCunha)। মঙ্গলবার রাতে মুম্বইয়ে মৃত্যু হয়েছে বিজ্ঞাপন জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের। একসময় ‘আমুল গার্লে’র (Amul Girl) মাধ্যমে ব্র্যান্ডের (Brand) পরিচয় দিয়েছিলেন তিনি। আর আজ আমুল যেন পিতৃহারা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমুল পরিবারে।
আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এক টুইটে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দাকুনহা কমিউনিকেশনসের চেয়ারম্যান সিলভেস্টার দাকুনহার মৃত্যু খবর জানাচ্ছি। ভারতের বিজ্ঞাপন জগতের মহীরূহ আমুলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ষাটের দশক থেকে। তাঁর বিয়োগে আমুল পরিবার শোকাহত।’
বর্তমানে ‘আমুল গার্ল’ বিজ্ঞাপনের বাজারে অন্যতম সফল এবং জনপ্রিয়। আমুল ব্র্যান্ডের পরিচিতি বাড়িয়ে তুলতে এই ‘আমুল গার্লে’র জনপ্রিয়তার ভূমিকা ছিল সব থেকে বেশি। ১৯৬৬ সালে গুজরাটের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড তাদের সংস্থার বিজ্ঞাপনের জন্য ম্যাসকট তৈরির চিন্তাভাবনা শুরু করেন। অ্যাডভাটাইজিং অ্যান্ড সেলস প্রোমোশন নামের এক সংস্থাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়। আমুলের চেয়ারম্যানের পরামর্শে সিলভেস্টার ও ফার্নান্ডেজ ‘আমুল গার্লে’র কনসেপ্ট তৈরি করেন। সেই থেকেই জার্নির শুরু। পাঁচ দশক পরে এখনও দেশের বিজ্ঞাপন জগতে একইরকম জনপ্রিয় আমুল গার্ল।
‘আমুল গার্ল’ ১৯৬৬ সালে প্রথম সামনে আনেন সিলভেস্টার দা কুনহা। ‘আমুল গার্ল’ ব্র্যান্ডকে দেশ ও বিশ্বে নতুন পরিচয় দিয়েছে। ‘আমুল গার্ল’ ক্যাম্পেইন শুরুর তিন বছর পর, গারসন এবং সিলভেস্টার মিলে ১৯৬৯ সালে আমুল গার্লকে নিয়ে দাকুনহা কমিউনিকেশন গঠন করেন। ২০১৬ সালে এই অভিযানের ৫০ বছর পূর্ণ হয়েছিল। এখন এই সংস্থা চালাচ্ছেন সিলভেস্টারের ছেলে রাহুল।