ভোটের বদলে ঘুষ নিলে সাংসদ, বিধায়কদের রক্ষাকবচ নয়, জানাল সুপ্রিম কোর্ট
কলকাতা: ভোটের বদলে নোট মামলায় কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে কোনও রক্ষাকবচ ছাড়া আইনি পদক্ষেপ করা যাবে। সুপ্রিম কোর্ট (Supreme Court) এমনটাই জানাল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের সোমবারের রায়, সংসদ হোক কিংবা বিধানসভা দেশের আইন প্রণেতারা ঘুষের অভিযোগ থেকে আর ছাড় পাবেন না। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা যাবে।
প্রধান বিচারপতি বলেন, আইন প্রণেতাদের দুর্নীতি এবং ঘুষ ভারতের সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দিচ্ছে। ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাত বিচারপতির বেঞ্চে ছিলেন এস বোপান্না, এমএম সুন্দ্রেশ, পিএস নরসিংহ, জেবি পার্দিওয়ালা, সঞ্জয় কুমার, মনোজ মিশ্র। ঘুষ নিয়ে রাজ্যসভা নির্বাচনে ভোট দিলেও কোনও বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।