Rajinikanth | Tamannaah | Dance | রজনীকান্তের ছবিতে তামান্নার নাচ উচ্চ প্রশংসিত!
সম্প্রতি সংবাদের শিরোনামে মাঝেমধ্যেই উঠে আসছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ওটিটি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’ তে তামান্নার সঙ্গে তার কথিত প্রেমিক বিজয় বার্মার চুম্বন এবং ঘনিষ্ঠ দৃশ্য যেমন বিতর্ক তৈরি করেছে তেমনি দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল জাগিয়েছে। এক সাক্ষাৎকারে তামান্না নিজেই জানিয়েছেন যে এতদিন ছবিতে তিনি কাজ করছেন কিন্তু জনতা নিয়ে তার যথেষ্ট চুৎমার্গ ছিল।
অন্যদিকে, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘জেলর’ ছবিতে ‘কাভালা’ গানে তামান্নার নাচের যথেষ্ট প্রশংসা হয়েছে। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে। অনেকেই তামান্নার এই নাচের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ জুড়ে পোস্ট করেছেন। লিখেছেন, ‘তামান্না ভারতীয় শাকিরা’। যা দেখে অভিনেত্রী প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত, অ্যাকশন থ্রিলার ছবি ‘জেলর’ আগামী ১০ অগস্ট মুক্তি পাচ্ছে। সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জেলর’ ছবির ‘কাভালা’ এই গানটি বর্ষীয়ান অভিনেতার সঙ্গেই একটি গানে শাকিরার মতন শরীরী ভাষায় নেচেছেন তামান্না। যা দেখে নেটিজেনরা কুপোকাত। এই গানে কালারফুল থাইস্লিট স্কার্ট পরে নাচতে দেখা গিয়েছে তামান্নাকে। নেট দুনিয়ায় এখন ট্রেন্ড করছে এই গান। এই গানেরই একটি অংশে হুক স্টেপে অভিনেত্রী সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। এক ফ্রেমে দুজনকে দেখে অনেকে অবশ্য তাদের বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছে। অনেকের লিখেছেন তামান্নার সঙ্গে রজনীকান্তের ৪০ বছরের ফারাক।