Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ |
K:T:V Clock

বিজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তামান্না!

Updated : 5 Mar, 2025 2:34 PM
AE: Parvez Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) বিজয় ভার্মার (Vijay Varma) সঙ্গেই সম্পর্ক ভাঙলেন। বেশ কয়েক বছর ধরেই তামান্না ও বিজয়ের প্রেম নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকী, মুম্বইয়ের এই জুটিকে একসঙ্গে দেখাও যেত। শোনা গিয়েছিল খুব তাড়াতাড়ি দুজনে বিয়ে করবেন। তার মধ্যেই বিয়ে ভাঙলেন তামান্না।

তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার বিয়ের খবর পাওয়া যাচ্ছিল। আর তারই মাঝে খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। তারকা জুটির বিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। তামান্না ও বিজয়ের ঘনিষ্ঠসূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই নাকি বিজয় ও তামান্নার সম্পর্ক নানারকম সমস্যা চলছিল। দুজনে নানা চেষ্টা করেও, তা সমাধান হয়নি। পরে তামান্নাই নাকি প্রথমে বিচ্ছেদের কথা বলেন। সূত্রের খবর, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও, তা তাঁদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, নিজেদের বন্ধুত্বটা রাখবেন নাকি এই জুটি। তবে এই নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন শোন গেলেও, তামান্না বা বিজয় এখন পর্যন্ত মুখ খোলেননি।