
মা তারার আবির্ভাব তিথি তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল
কলকাতা: মা তারার আবির্ভাব তিথি (Tarapith Mandir Celebrated Ma Tara Adventday) এবং কোজাগরি লক্ষ্মীপুজো (Laxmi Puja) উপলক্ষে বীরভূমের তারাপীঠ মন্দিরে (Tarapith Mandir) ভক্তের ঢল। সকাল থেকেই মন্দিরে ভক্তদের লম্বা লাইন। একদিকে মা তারার আবির্ভাব তিথি অন্যদিকে কোজাগরি লক্ষ্য পুজো। এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সিদ্ধপীঠ তারাপীঠে উপস্থিত হয়েছেন। বুধবার ভোর বেলায় শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর মা তারাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম মন্দিরে আনা হয়েছে। জীবিত কুণ্ডু থেকে জল এনে স্নান করানোর পর মাকে রাজবেশে সাজানো হয়েছে। সারাদিন মায়ের পুজো চলবে এবং ভক্তরা মা তারা কে স্পর্শ করে পুজো দিতে পারবেন, যা বছরে একবারই হয়ে থাকে।
আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীকে তিথিতে মা তারার আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে লাখ লাখ ভক্তের সমাগম হয়। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো করা হবে। বিশেষ দিনটির ঐতিহ্য অনুযায়ী আজ দেবীর কোন অন্নভোগ হয় না, ফলে তারাপীঠের পুরোহিতরা এই দিন অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন। পাল রাজত্বকালে জয় দত্ত সদাগর মায়ের শিলামূর্তি উদ্ধার করে প্রথম পুজো শুরু করে বলে জানা যায়। সেই থেকে এই তিথি তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালিত হচ্ছে। এদিন তারাকে তার ছোট বোন মৌলিক্ষা দেবীর মন্দিরের দিকে মুখ করে বসানো হয়। দিনভর রাজকীয় বেশে মাকে সাজিয়ে পুজো চলবে। সন্ধ্যায় পুনরায় স্নান করিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হবে।