Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

ভবিষ্যৎ কেমন হবে আমাদের? বললেন জিতু

Updated : 22 May, 2024 9:36 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভবিষ্যতের পৃথিবীতে আমরা কেমন হব? অবসরযাপনে এই ভাবনা আমাদের মাথায় আসে মাঝে মাঝেই। সম্প্রতি আমাদের এই ভাবনা আরও একটু উসকে দিলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সোশ্যাল মিডিয়ায় একটি গল্প শেয়ার করেছেন অভিনেতা, সময়কাল ২০৮০। গল্পটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “সময় থাকলে একটু পড়বেন।” অভিনেতার সেই পোস্টেই প্রতিক্রিয়া দিলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

জিতু তাঁর গল্পে এমন এক মানুষের কথা বলেছেন যিনি ২০৮০ সালে বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছেন। কোনও এক দুপুরে নাতনির ল্যাপটপে ফেসবুকে লগইন করে দেখতে পান ইনবক্সে ৮৬৭৮ মেসেজ। যারা মেসেজ করেছিল, অনেকেই বেঁচে নেই। একতরফা ভালোবাসার মানুষটাও নেই। মেসেজ গুলি দেখতে যাবেন এমন সময় নাতনির ডাক আসে। ল্যাপটপ নিয়ে সে ভার্চুয়াল ক্লাসে যাবে। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে, বই-খাতা লাগে না? নাতনি জিজ্ঞেস করে, ক্লাস করতে বই খাতা লাগে নাকি? টিউশন শেষে দাদুর সময়ের গল্প শুনবে বলে চলে যায় নাতনি।