কমলা নাকি নীল! কেমন হল ভারতীয় দলের নতুন ODI জার্সি?
দিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের যোগ্যতা অর্জনের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে রয়েছে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ জিতে আপাতত চুড়ান্ত আত্মবিশ্বাসী কোহলি, বুমরা-রা। এদিকে দলের অবর্তমানেই উদ্বোধন হয়ে গেল নতুন জার্সির। ভারতীয় ক্রিকেট দলের ওডিআই ফরম্যাটের জন্য নতুন জার্সির উদ্বোধন হল শুক্রবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর’কে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দলের নতুন ওডিআই জার্সির উদ্বোধন করেন। নতুন জার্সিতে নীল রং রাখা হয়েছে। সেই সঙ্গে কাঁধের কাছে জাতীয় পতাকার তিনটি রংকে (গেরুয়া, সাদা, সবুজ) দেওয়া হয়েছে। এর মাঝে রয়েছে সাদা রংয়ের তিনটি স্ট্রাইপ। অনেকের মতে, আগের থেকে আরও বেশি আকর্ষক দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের নতুন ওডিআই জার্সিটিকে।
তবে বিরাট, রোহিত, বুমরা-দের আগে এই জার্সি পরার সুযোগ পাবেন মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা। কারণ, হরমনপ্রীতরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলবেন কিছুদিন পরেই। সেই কারণে জার্সি উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে বেশি উচ্ছ্বসিত দেখায়।
জার্সি উদ্বোধন সেরে তিনি বলেন, “আজ এই জার্সি প্রকাশ করতে পারাটা আমার কাছে দারুণ গর্বের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরাই প্রথম এই জার্সি পরে মাঠ নামতে পারব ভেবে আনন্দও হচ্ছে। জার্সিটা খুব পছন্দ হয়েছে আমার। কাঁধের কাছে তেরঙ্গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। দলের হয়ে বিশেষ ওয়ান ডে জার্সি পাওয়ায় আমরা খুবই খুশি। এই জার্সি পরাটা সবসময়ই সৌভাগ্যের। এর পিছনে সকলে প্রচুর খাটা-খাটনি হয়। আশা করছি ভারতীয় সমর্থকরাও এটা পছন্দ করবেন এবং এটা পরে গর্বিত বোধ করবেন।”