Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আরও কমল তাপমাত্রা, ঝোড়ো ব্যাটিং শীতের

Updated : 13 Jan, 2024 8:25 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: আবার দাপটে ব্যাটিং শুরু করেছে শীত। শুক্রবারের পর শনিবার আরও কমল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এক ধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রার পারদ। এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশায় ঢেকে যায়। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। এদিন কলকাতার সর্ননিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রির কাছাকাছি কম। এদিন কলাকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আজই মরসুমের শীতলতম দিন।
এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে গোটা রাজ্য জুড়ে।